মনে হয় কেউ কাদছিল,
বিনা ব্জ্রপাতে সেদিন যখন বৃষ্টি পড়ছিল।
আজ সমুদ্র তীরের সমস্ত বালুরাশি আমার নগ্নশরীর ময়,
সমূদ্রের ঢেউ এগিয়ে আসছে - তুমি কি আমায় দেখতে পাচ্ছ ?


মনে হয় কেউ কাদছিল,
বিনা ঝড়ে সেদিন যখন বাতাস বইছিল।
আজ পৃথিবীর সমস্ত ফুলের পরাগ আমার নগ্নশরীর ময়,
সমস্ত ভ্রমর এগিয়ে আসছে - তুমি কি ফুলের গর্ভধারণ অনুভব করছো?


আমাদের মাঝের সময় আজ কাদছে,
নিশীত রাতে জোৎস্নাতে একাকি জোনাকির খেলা দেখছি গহীন অরন্যে ।
তুমি হয়ত এখন সূর্যের বুকে টেলিস্কপ লাগিয়ে দেখছ ,
একই সময় আমাদের যখন এই ভাবে দেখে - কে বল আমাদের রাখে ।


কবিতা অসহায় আজ - অসহায় কাউকেই কেউ মনে রাখে না,
যেভাবে তোমার খোজো আমি-জানি এ মতলবি দুনিয়া আমায় খুজবে না।
এবার আমি ঘরে ফিরব - ভোরের প্রথম সূর্য্য দেখব বলে ,
গভীর কুয়াশা কিংবা ঘন আধারের পথেও হাটব - যাক না যে যেতে চায় চলে ।