এ কোন স্থবির অন্ধকার !
এখন চিনতে বলোনা আমি কে
সচল সৃষ্টিশীলতা - তবুও বন্ধ দ্বার
দ্বিধাহীন ভাবে অসফল - বলতে পারো আমাকে ।


তুমি পুরাতন কে ঢেকে দাও - নতুন মোড়কে
প্রেমের পোশাক খুলতে পারো - পেশাদারিত্বের ছোবলে !
কুমিরের চোখের জল মুছতে বললে আমাকে
আমার এক ফোটা চোখের জলের তল - অতল ভেবে যাও কি বলে ?


ডাক্তার-ইঞ্জিনার-ব্যাবসায়ী না জানি কত শত পথ- জীবনের জয়রথ !
দেখেছি ফিরেছে সে পথ-মাতৃ গহ্বরের অতলে
বিশ্ব নিখিলের মহাশুন্য থেকে আসে যন্ত্রনা-এ কোন স্থবির অন্ধকার !
কবির এক ফোটা চোখের জলের তল - অতল ভেবে যাও কি বলে ?