মৃত্যুর আগে বেমানান ছিল যে পথ
জীবন আলের পাশে ঘুমন্ত শ্বাপদ
আলিঙ্গন করেছি যে কতবার - করেছিলাম ও শপথ !
আমার তো তখন কোন দলে ভিড়বার অবকাশ ছিলনা
তুমিও তো তোমার বিষ দাত দেখাওনি কোনদিন
হয়ত তুমিও তখন- এ সভ্যতার মানুষ ছিলেনা !


ক্লান্ত ক্যানভাসে অনুভুতির চাপ চাপাইনি কখনো
রং দিয়ে - বাঘেদের ছাল কিংবা হরিন শাবক - দেখিনি তখনো
এক রংগা জলরং ছিল সম্বল - মুখোস আকতে পারিনি এখনো !
মৃত মানুষেরা আজ খুশি ...
যা কিছু বল তুমি আজ কম অথবা বেশি
অচেনা অতীতের স্মৃতিভ্রম হ'লে - সে আমি - যে কাছে আসি ।


আজ বড় ভয় পাই - ওই নীল বাতাসের হাসিতে
মৃত কবিতারা বাতাসে উরন্ত - আমাকে দিও ধুলায় মিশিতে - ভালবাসিতে ।