প্রতি মুহূর্তে মৃত্যুর পরোয়ানা চারিদিকে
প্রতিটি নিঃশ্বাস নিশব্দে আতংকের গ্রাসে
আমরা সকলেই বাস করি ''করোনা'' সম্রাজ্যে
আমাদের একদিন মৃত্যূ হবে , ধেয়ে আসে ''ইয়াস'!


আমিও তোমার চোখে চোখ রেখেছি , দেখেছি
অতীত তোমাকে অনুসরণ করছে , নক্ষত্র নয়
তারাদের ছায়াপথে তুমি নিঃসঙ্গ নও , জানি
খুলে ফেল তোমার ভয় জড়ানো মুখোস ।


না , পূর্ণিমার চাঁদ নয় - তোমার উজ্জ্বল প্রতিচ্ছবি
না , তুমি রাজ্যের অধীশ্বরীও নও , আমার কি দোষ
বলো , আমি ঘৃণা করি বাকচাতুর্যপূর্ণ রাজার ভাষণ
মুখোসহীন হও , তুমি যে সুর্য্যের এক টুকরো ফালি ।


সব কিছুরই পুনরাবৃত্তি ঘটে , ফিরে আসে সবকিছুই !
আমি বিশ্বাস করি - অতীত কখনোই ফিরে আসে না
ভবিষ্যৎ আমারও অজানা , বর্তমান যে চির গতি
নিজ জীবন নিংড়ে দিতেই হবে , বাঁচাটাও অজানা ।


কোন সে ভাগ্যের পরিহাসে ! কেবল ডানা ঝাপটাই
উড়তে পারিনা , সিলেবাস নিয়ে ষাঁড় জাবর কাটে !
তবুও এ শহরের ঘুম ভাঙেনা ! পুড়ে যাই অগ্নি শিখায়
লেখা জীবনের জয় গানে  , কেউ দেখেনি , সে হাসি ।