আমি আজ ভাবছি একা একা...
আধার রাতের বুকে জোৎস্না যেমন নামে একা,
গভীর নিস্তব্দতার রাত্রে একা একা যেমন এ পৃথিবীর বুকে হাটা...
তুমি যে অনুপস্থিত তেমন তো নয় - কায়া আমার, পড়ছে তোমার ছায়া ।


আমরা আজ ভাবছি একা - দোকা...
আমাদের বুঝি সূখে থাকতে নেই - তুমি বললে আমাদের সূখে থাকতে দিচ্ছে কে ?
আমাদের বুঝি কাছে থাকতে নেই - তুমি বললে আমাদের কাছে থাকতে দিচ্ছে কে ?
এবার আমরা কাছে থাকব, সূখি থাকব , তুমি বললে দেখলে তো, পড়েছে ওদের ছায়া !
কে তোমাকে আলো চেনালো - কে তোমাকে চেনাল অন্ধকার ?
কে তোমাকে বলল - ভাল তা চিরকাল ভাল - শুধু তার থাকে অপেক্ষা বিচার ।


হটাৎ আমার একা আমায় বলে - তুমি একা নও,
সূর্য্য ডোবার পরে তুমিও যে পূবের দিকে ধাও !
ওই সূদুরে নিজের আসন ছাড়ি - কেবল তোমার লাগি দেয় যে করতালি...
আমার একা বলে - আমি তারে চিনি - ওই তারায় তারায় লেখা তার নাম , সে হৃদয় রানী ।