তুমি বললে আজ তুমি কোথায় নিয়ে যাবে,
আমি বললাম আজ তুমি কোথায় যাবে
আমার প্রিয় গোলাপ বাগিচায় ?
যেখানে গোলাপের বুকে মাতি ভ্রমরের উন্মত্ততায় ,
নাকি নিভৃতে নির্জনতায় - আমাদের গোপন প্রেমের সোপান রচনায় ,
নাকি থাকবে বসে সম্মুখে - তোমায় করিব জান্নাতের হুর আমার কবিতায়।


একি তুমি আতকে উঠলে প্রিয়া !
তুমি বললে আবার হয়ে নির্ভয় ,
আমি নই দাসী - আমি নই হুর -  আমি নই কারোর আদেশ কারনে যৌন অভিলাসী,
দিচ্ছি অভয় - আমি নারী - আমি তোমার প্রেয়সী - আমি জগৎ জননী ,
আমি নই জান্নাতের ভোগের প্রসাদ ।
সাধ যদি জাগে - নিয়ে চল ওই মুক্ত বন্দিশালে, কর সকল বন্দি শালায় আঘাত ।


যুগে যুগে তুমিই মোরে করিয়াছ দেবদাসী - হুর - অপ্সরা জান্নাত বাসি ,
আজও জীব রূপেই রচেছ আমায়, কানাই - তবুও তো তোমায় ভালবাসি ।