পরিযায়ী পাখি...
পরি যায়, পাখির বেশে থাকি
আকাশের এক পাড় থেকে আরেক পাড়ে
আমাদের আনাগোনা।
আছে পরির মত রূপ, গলা, ডানা
আছে দেখতে না পাওয়া পেটের খিদে, ঠোঁটের জ্বালা।
পেটের জ্বালাতে সাগর মাটি করি পার
জীবন আমাদের দু'টো ডানা নির্ভর।
আমাদের নেই পরিচয়, নেই বাসা
রাখিনা কারোর কাছে কিছু আশা।
আছে দল, আছে পেট ভরা খিদে
যেখানে খাবার পাই সেখানেই যাই উড়ে।
আমরা পরিযায়ী পাখি...
পরি যায়, পাখির বেশে থাকি।


আজ ডানা কাটা পড়েছে আমাদের
ঠোঁট কাটা পড়েছে আমাদের।
রাজপথে আমরা দল বেঁধে পড়ে আছি
ডানা ঝাপটাচ্ছি
শক্ত মাটিতে ঠোঁট ঘষছি।
ঠোঁট হবে দাঁত, ডানা হবে পা; হব চার পে'য়ে
পরিযায়ী পাখি থেকে হব পরিযায়ী নেকড়ে।
পরিযায়ী নেকড়ে...
পরি যায়, নেকড়ে হয়ে আসছি।