সচেতন দেশ তোমার আমার ...
করোনার মোকাবিলায় রাখতে বিশ্বমান
করা হলো দু'মাসের লকডাউন।
- মিত্রগণ, করোনাকে নিতে দেবনা তোমাদের প্রাণ


করোনা-নাট্য যখন মধ্য-গগনা
তখন টানা হলো লোকডাউনের যবনিকা।
স্বাস্থ্য ভুললাম, এবার ভুলে যাওয়া অর্থনীতিকে ধরলাম।
মিত্রগণ, বিশ্বাস করো...
তোমার শখের দু'মাসের ছুটিতে ভেঙেছে দেশের কোমর
এখন তোমার বিরামহীন শ্রমের খুব দরকার।
বিশ্বাস করো, এ নয়কো শোষণ
এ তো ভালো সুস্থ দিনের জন্যে তোমার অল্প বলিদান আয়োজন।
একটু কষ্ট আর, তারপর কাটে যাবে কষ্টের দিন।


এখন করোনা দিন...
বিশ্বাস করো মিত্রগণ-
বাজার খুব মন্দ এখন
তোমাকে তো তবু তোমার শ্রমের দামের অর্ধেক দিচ্ছি
জানো বাজারে আর শ্রম হচ্ছেনা বিক্রি
এখন শ্রম বাজারে অচল
ফুটো আদুলির মতোই অচল।  


এখন করোনা রাত...
এখনও বিলাসী তরলের ফেনায় উপচে ওঠে গ্লাস
নীলাভ দুনিয়াতে নীল মৃত্যুর ছায়া এখনও অস্পস্ট।
মধ্যবিত্তর সংসার খেয়ে খেয়ে অজগর তোমার পেট
পেটের অলস ভুঁড়ি বেল্টের শৃঙ্খলাতেও অবাধ্য।


রোজ ঘন্টা কয়েক খেয়ে বাসে বসে বসে, লাল চোখগুলোর স্বপ্ন দেখা
তোমার সচেতন দেশের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিই করোনা !