রাতের অন্ধকারে তোমাকে দেখতে পাই।
সকালের ভোরের আলোতে তোমাকে দেখতে পাই।
কুয়াচ্ছন্ন রাতের অন্ধকারে শিশিরের ভেজা ষাসে,
তোমাকেই দেখতে পাই।
তোমার নাম শুনলে তোমায় অনুভব করি।
তোমার ছোয়া কলমটি ধরলে মনে হয়,
তুমি আমার পাশে বসে আছ।
এক রহস্যময়ী নারী তুমি,
যাকে ছাড়া আমি এক মুহূর্তও
কল্পনা করতে পারি না।
তুমি কি ছদ্ধবেশী কোন এক পরী,
যার কারনে আজ আমি পাগল হয়েছি।
তবে  আমি এক পাগল,
তোমার জন্য পাগল।