লেখার সময়ঃ ১৮/০৩/২০১২


তুমি যদি বলো, ঐ রুপোলী চাঁদটা এনে দাও
আমি সহজেই স্বীকার করবো, আমি পারবো না।
তুমি যদি বলো, ঐ মেঘ থেকে একমুঠো জল এনে দাও
আমি হাসি মুখে বলবো, পারবো না।
তুমি যদি বলো ঐ মঙ্গলগ্রহে একটা নীড় বানিয়ে দাও
আমি তখন ও বলবো,  পারবো না।
কেন পারবো না জানো? তা যে আমার সীমার মধ্যে নয়!


তুমি যদি বলো, ঐ কন্টক আবৃত অরণ্য থেকে একটা গোলাপ এনে দাও
আমি তোমার জন্য শত কাঁটার আঘাত সয়ে একগুচ্ছ গোলাপ এনে দেব।
তুমি যদি বলো, ঐ বহমান নদীটা সাঁতরিয়ে পার হও
আমি অবলীলায় তা করবো!
তুমি যদি বলো, আমাকে একটা রঙ্গিন প্রজাপতি এনে দাও
আমি তোমার জন্য সহস্র সাতরাঙ্গা প্রজাপতি এনে দেব!


তুমি যদি বলো, আমি তোমার স্বপ্ন রাজ্যে প্রবেশ করবো
আমি অবচেতন মনে তোমাকে সে অধিকার দিয়ে দেব।
তুমি যদি বলো,  তুমি আমার বন্ধু হবে
আমি তোমার জন্য একান্ত আপন হয়ে যাব।
তুমি যদি বলো,  তুমি আমার শত্রু হবে
আমি তা জেনেও শত্রু বন্ধুর পাশে দাঁড়াব!
তুমি যদি বলো, আমাকে এক ফালি ভালবাসা দাও
আমি তোমার জন্য হৃদয় ভরা একাকাশ ভালবাসা দেব।