ঝড়, বৃষ্টি, বাদলে এ পৃথিবী ভরা যে,
তবু বিধি মাঝে মাঝে পরীক্ষা নেয় খরাতে,
বিপদকালে মনের গতি কেমনে দোলে ধরাতে।


দেখে না এসব ভবে মানুষরুপী জানোয়ারে,
অন্যের গ্রাস খাচ্ছে কেড়ে হাসতে হাসতে অনায়েসে,
তাদের তরে শিক্ষা দিতে প্রভু বুঝি শাস্তি দিল সবারে।


স্বার্থানেষী মানব সমাজ ধ্বংস করছে বিবেককে,
মনুষ্যত্ব খাচ্ছে কুড়েঁ অহংকারে পড়ে যে,
মানবতা যাচ্ছে উবে জানোয়ারের যাঁতাকলে।


এ যুগে মানুষতো আর মানুষ নয়
তাদের মধ্যেই লুকায়িত পশুত্ব রয়,
প্রকৃত মানুষ পাওয়া সাধনার বিষয়।


মানুষ খোঁজলে ক'জন পাবো এই বঙ্গে,
পশুগুলোই মেতে আছে মহারঙ্গে।


মানুষ খোঁজ, মানুষ ভজ, মানুষেতেই সব,
সে ধন পেলে, শূন্যেরও শান্তি-সুখের উঠবে ভীষণ রব।


                    @@@
রচনাকালঃ ০২/০৬/২০১৭ইং, শুক্রবার, নিজবাড়ী।