হে অন্যায়কারী! অত্যাচারীর দল!
হুঁশিয়ার! হুঁশিয়ার!
বারুদের গোলার মত, গ্যাসে দপ করে জ্বলে উঠা শিখার মত,
আমি দাঁউ দাঁউ করে জ্বলে উঠব।
পুড়ে ছারখার করে দিব- অন্যায়, অনিয়ম, অবিচার যত।
ভিতরে আমার জ্বলন্ত দাঁউ দাঁউ অগ্নি,
হে অসৎ পথের আগোয়ান! পুড়ে যাবে সবি।
হে অন্যায়কারী! অত্যাচারীর দল!
হুঁশিয়ার! হুঁশিয়ার!
আমি নরকের অগ্নির মত,
জ্বলে-পুড়ে ক্ষত-বিক্ষত করে দিব- যতসব দূর্নীতি।আমি জ্বলে উঠব- দিয়ে যেতে মানবতা, প্রেম-প্রীতি।
সত্যের পতাকাবাহী জগৎ হতে,
দূর হও! দূর হও! মিথ্যাবাদী অবিচারী যত
তোদের শাসন চলবে আর কত?
আমার সেনা-সৈন্য সবি- উঠেছে ভরি মোর তরী,
সত্যের সমরে ওরা প্রাণ ত্যাগী।
হে অন্যায়কারী! অত্যাচারীর দল!
হুঁশিয়ার! হুঁশিয়ার!
তোদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে,
কুকর্ম যত জ্বলে-পুড়ে ছারখার করে দিতে,
আমি দাঁউ দাঁউ করে জ্বলে উঠব।
@@@
বিঃদ্রঃ এ কবিতাটি ২০০১ সালের ১লা অক্টোম্বরে নোয়াখালীর চৌমুহনী থেকে প্রকাশিত মাসিক "বিদ্রোহী" পত্রিকার ১ম বর্ষের ৩য় সংখ্যায় সর্বপ্রথম প্রকাশিত হয়।