স্রোতের টানে গাঁ ভাসিয়ে,
চলছে বেকুব সোল্লাসে;
তালে পড়েই পালে ডুবে,
মরিচিকার পিছে ছুটে।
দিবস টুঁটে রাত্রি কালে,
ঝুর ঝুরে সব ভেঙ্গে পড়ে।


এমন জীবন কেমন করে,
গড়বে বেকুব সুখের তরে?


অমূল্য জীবন তোমার রাখ সাদা,
মেখ না ভূবন মাঝে কোথাও কাদা।
চিরন্তন সত্য ছেড়ে করো না আর ভুল,
খাঁটি বস্তুই জীবন পথে সর্ব সুখের মূল।
                  @@@
রচনাকালঃ ২৪/০৯/১৭ইং, রবিবার, ফকিরের বাজার।