০১
কিছু কিছু অনুভূতি থাকে
যা ভাষায় প্রকাশ করা যায় না।
কেবলই অনুভবের-
শুধুই অনুভবের।
০২
কিছু কিছু স্মৃতি থাকে
যা কখনো ভুলা যায় না।
কেবলই চিরকালের-
শুধুই চিরকালের।
০৩
কিছু কিছু কথা থাকে
যা কখনো মুখে বলা যায় না।
কেবলই আত্ম-উপলব্ধির-
শুধুই আত্ম-উপলব্ধির।
০৪
কিছু কিছু কষ্ট থাকে
যা কাউকে বলা যায় না।
কেবলই চেপে রাখার-
শুধুই চেপে রাখার।
০৫
কিছু কিছু দুঃখ থাকে
যা কারো সাথে ব্যক্ত করা যায় না।
কেবলই একান্তের-
শুধুই একান্তের।
০৬
কিছু কিছু ব্যথা থাকে
যা কখনোই সারানো যায় না।
কেবলই অর্ন্তদাহ'র-
শুধুই অর্ন্তদাহ'র।
০৭
কিছু কিছু আঘাত থাকে
যা কখনোই মুছা যায় না।
কেবলই মনোকষ্টের-
শুধুই মনোকষ্টের।
০৮
কিছু কিছু অশ্রু থাকে
যা কখনোই শেষ হবার নয়।
কেবলই সারাজীবনের-
শুধুই সারাজীবনের।
০৯
কিছু কিছু জিজ্ঞাসা থাকে
যা কাউকে জিজ্ঞেস করা যায় না।
!
কেবলই আত্ম-জিজ্ঞাসার-
শুধুই আত্ম-জিজ্ঞাসার।
১০
কিছু কিছু স্বপ্ন থাকে
যা কখনোই বাস্তব হবার নয়।
কেবলই কল্পনার-
শুধুই কল্পনার।
১১
কিছু কিছু আশা থাকে
যা কখনোই পূরণ হবার নয়।
কেবলই নিরাশার-
শুধুই নিরাশার।
১২
কিছু কিছু ইচ্ছা থাকে
যা কখনোই পূরণ হয় না।
কেবলই অপূরণের-
শুধুই অপূরণের।
১৩
কিছু কিছু চেষ্টা থাকে
যা কখনোই সফল হয় না।
কেবলই ব্যর্থতার-
শুধুই ব্যর্থতার।
১৪
কিছু কিছু ভুল থাকে
যার মাশুল দেয়া যায় না।
কেবলই অনুশোচনার-
শুধুই অনুশোচনার।
১৫
কিছু কিছু সম্পর্ক থাকে
যা কখনোই ছিন্ন করা যায় না।
কেবলই চিরদিনের-
শুধুই চিরদিনের।
১৬
কিছু কিছু ভালবাসা থাকে
যাতে কোন স্বার্থ থাকে না।
কেবলই নিঃস্বার্থের-
শুধুই নিঃস্বার্থের।
১৭
কিছু কিছু প্রেম থাকে
যা কখনোই নিঃশেষ হয় না।
কেবলই ইতিহাস গড়ার-
শুধুই ইতিহাস গড়ার।
১৮
কিছু কিছু সাহসী পদক্ষেপ থাকে
যা কখনোই ব্যর্থ হয় না।
কেবলই সার্থকতার-
শুধুই সার্থকতার।
***
কষ্ট-ক্লেশে পিষ্ট হলাম, তব_
বুঝাতে তো পারি না,
অব্যক্ত ভাষাগুলো_
অনুক্ত অনুভূতিগুলো_
তোমার জন্য না হয় সব মেনে নিলাম;
ক্ষুদে হৃদে এক সাগর বিষাদ নেশা_
হেসে হেসেই ঢেলে দিলাম,
সব ব্যথাই সয়ে গেলাম;
তবু তুমি সুখী থেকো_
মিষ্টি হেসো লক্ষ্মীটিগো।
অব্যক্ত ভাষাগুলো কভূ তোমায় দিতে চাই না,
ব্যথাহত অনুভূতিগুলো আমারই থাক,তোমায় দেবো না।
তোমার তরে সবো আমি সকল যাতনা,
তবু তুমি মিষ্টি হেসো_ করি কামনা।
                @@@


রচনাকালঃ