("কাদম্বরী দেবীর সুইসাইড নোট" অবলম্বনে রঞ্জন বন্দোপাধ্যায়ের "তুমি কি কেবলই ছবি" এর বাচিকশিল্পীদের মর্মস্পশী, মনোমুগ্ধকর, প্রাণবন্ত আবৃত্তি শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর লিখিত___)


যত পুড়েছ তত খাঁটি করেছ আমায়,
জীর্ণতা ঝাড়ি পুনোদ্যমে আবির্ভূত করেছ আমায়।
আমি ঋণী,  তোমার  কাছেই ঋণী, হে বন্ধু আমার,
তোমার অনল প্রবাহের দগ্ধতায় মিলে মোর মুক্তির দ্বার।


মোর ছিল যত দায়, হল অবসান আজ,
হৃদয়ের ভার লঘু করি উদিল নব তাজ।
উতপ্ত মরুতে ধূসর বালুকারাশি ন্যায়
চিকিমিকি করেছে অতীত আত্মস্মৃতির বেদনায়।


যা কিছু ছিল হারাবার হারিয়েছি সবি,
যা কিছু ছিল পাবার পাইনি আজবধি।
তব প্রশান্তি মাগি বিজনে শূন্যে ভাসি,
নব উদ্যমে বাঁধি আগামীর আহ্বান ধ্বনি।
""""""""""""""""""""""""""""""
২৯.০১.২৩ (রবিবার), ১৩:০০  ঘটিকা,
ফকিরের বাজার, নেত্রকোনা