বন্ধু তুই বর অভিলাষী,
সন্ধ্যা প্রদীপ হয়ে আসিছ জলে,
মনের অন্তরালে,
তর মিষ্টি হাসি আর লম্বা কেশের জলকানী,
ছোঁয়ে যায় মন।


বন্ধু তর আশায় নীল আকাশের
তারা জ্বলে সারা নিশি,
সেই তারার আলোয় তুই রূপবতী।
তর দুষ্টামিতে চাঁদ হাসে,
তর বিরহে কাঁদে নদী।


তুই যে আমার বন্ধু সুরভী।