হঠাৎ দুপুর আধার করা হৃদয় শীতলী বাতাস স্রোতে
দেখেছিলাম তারে বহুযুগ পরে আমারই হারানো পথে।


তারপরও বৃষ্টি নিয়ে গেলো সেই অধরা মুখের স্মৃতি,
সে বিলাসিতা মেঘে শুধু অভিশাপে দিলো ভুল প্রেমের ইতি।


নির্ঘুম রাতের আলো এখন মিশে যায় সৃষ্টি ফানুসে,
সবুজ বৃষ্টির রৌদ্রে পুনর্জন্ম পায় স্মৃতির চিত্র মানুষে।


কেমন করে কে বুঝবে-জানবে  সেই গল্পের শহর,
বৃষ্টির গানে ভরে উঠে সময়ের অব্যাহত স্বপ্নের প্রহর।


তখনই কঠিন শব্দগুলির মাঝে মিশে যায় স্বপ্ন পথে,
তবুও আমি লুকিয়ে দিয়েছি সেই বৃষ্টি গানের সাথে।


ল্যাম্প পোস্টের আলো তার পেছনে এখন অস্তিত্বহীন,
বৃষ্টি নিয়ে গেলো, তবু আজো অধার আশায় কাটে দিন।