শেষ রাতের দুঃস্বপ্ন এগারোটায় হলে সামনে থাকে দীর্ঘ নির্ঘুম রাত্রি।
বিরক্তি আর ক্লান্তি!
ঠিক জানি জীবনের মতো।
তারপর হঠাৎ সকাল না পেয়ে - চিঠি পাওয়া,
সাথে স্বপ্ন আর মুগ্ধতা।
কিছু বাক্য মস্তিষ্ক আর শব্দগুলো হৃদয় ধারন করে
প্রস্ফুটিত ফুল যেভাবে ধারন করে সৌন্দর্য!
স্বপ্ন দেখাই তো বাঁচা?
ঘুমুতে না দেয়া স্বপ্ন, আর ঘুম পাড়ানো
যেখানে নদী,পাহাড় আর বরফের সন্ধি হয়
তাই জীবিত, জীবন, সুন্দর!