বিদায় জানানোর ক্ষণ এসেছে চলে!
বিদায় বলতো হবে তোমায় হৃদয় চিড়ে এবার!
তিনটি দিন, সময়গুলো কেটে গেল কত দ্রুত!
মাঝে মাঝে মনে হয় খুঁজে বের করি সে রহস্য
কেন সময় চলে যায় এত তাড়াতাড়ি!
এই তো গত পরশু এলে,
হলো তোমার সাথে বহু প্রতিক্ষীত প্রথম দেখা,
তোমায় দেখার পর থেকে মুগ্ধতায়, আর ভালোলাগায়
কিভাবে যে কেটে গেল তিনটি দিন
তা এখনও বিশ্বাস হচ্ছে না!
বিদায় বেলায় আমি অনুভব করছি নিজেকে রিক্ত, শূণ্য
মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে কিছু, খুব কাছের কিছু।
শুধু রইলো হৃদয়ের মাঝে
তোমার দেয়া মধুর স্মৃতিগুলো।
সেগুলো আমাকে বার বার নাড়া দেবে, দিনের পর দিন!
বিদায়ের এ ক্ষণে বিদায় বলতে হবে, উপায় তো নেই আর কোন!
তুমি যাও, সাবধানে, হাত নেড়ে আমি বিদায় জানাই তোমায়।
আর ঠিক অকস্মাৎ হারিয়ে গেলে তুমি!
মিশে গেলে জনতার ভিড়ের মাঝে।