ফাগুনের প্রভাতে বৃষ্টি হয়ে  
তোমার হৃদয় বাগানে ঝড়বো!
আমার শীতল পরশ নিতে তুমি বাঁধন ছাড়ে রেখো!


কাল বৈশাখীর ন্যায় সুতীব্র ঝড় আজ বাইরে দিচ্ছে হানা!
হৃদয়ের খাঁজে কড়া নাড়তে তাকে করে দিয়েছি মানা!


একদা অতীতে কোন কালে
বজ্র মেঘের নিনাদ,
হৃদয়ে আমার বাজিয়ে তুলতো অজস্র অনুভূতির প্রমাদ!


অথচ এ ঝড়ো হাওয়া আজ
আমায় আর পারে না মাতাল সাজাতে,
হৃদয়টা আমার বিস্মৃতির কেউ
ছুড়ে ফেলেছিলো আবর্জনাতে!


তখন থেকে হৃদয়হীন জীবন কাটিয়ে যাচ্ছি আমার,
ছুঁতে গিয়ে তাই পাও না তুমি হৃদয় খুঁজে আমার!


তবে
আজ তুমুল এই প্রভাতে ইচ্ছে জেগেছে খুব
তোমার ভালোবাসার সিন্ধুতে আমি দিতে চাই ডুব!


আজ তাই আমি বৃষ্টি হয়ে
ঝড়তে চাই তোমার আঁচলে,
হয়তো পাবো ফিরে হৃদয়
তোমার অপূর্ব কোন ছলে!


দেখো না!
ঐ ঝড়ো হাওয়া কি আলোড়ন তুলেছে দেখো!
আমার ভালোবাসাকে তুমি হৃদয়ে জড়িয়ে রেখো!


হৃদয়বিহীন সত্তা আমার আজ পেয়ে যাক সব পূর্ণতা!
ভালোবাসায় ভরে যাক আমার হৃদয়ের সব শূণ্যতা!


সিফাত আহমেদ
০৩/০৩/২০২০
নারায়ণগঞ্জ