অদ্ভূত সমাজের সব রীতি নীতি!


ছেলেকে মানে বংশের প্রদীপ আর মেয়েকে পরের আমানত!
পুত্রবধূকে বানায় বিবাহিত মেয়ের দাসী অথচ দুজনেই অন্তঃস্বত্বা!
দল বল নিয়ে এসে বিয়ে করে ছেলে অথচ পণ দেয় মেয়ে!
স্বামী হবে নির্ভরতার আশ্রয় অথচ পরপুরুষ হয় অবলম্বন!
স্ত্রী হবে সংসারের বন্ধন অথচ সে হয় ভাঙ্গন!


সংসার হতো সুখের ঠিকানা, অথচ আজ তা কুরুক্ষেত্র!
পুত্র হবে বার্ধক্যের অবলম্বন অথচ সে হয় পরের বাবা মায়ের যষ্ঠী!
মা হতো শিক্ষক অথচ মায়ের নেই আজ শিক্ষা!
পিতা হতো পথপ্রদর্শক অথচ পিতার নেই সঠিক পথের দিশা!
পরিবারের জন্য ত্যাগী যে সন্তান পরিবারে সেই সবচেয়ে অপমানিত!
সবচেয়ে স্নেহশীল মা আজ স্নেহহীনভাবে রাস্তায় অবহেলিত!


ভালোবেসে সংসার সুখের হতো অথচ সংসারে টিকে না ভালোবাসা!
প্রেম এখন ভালোবাসায় নয় হয়েছে চাহিদায় রূপান্তরিত!


চোরের মার বড় গলা অথচ সত্যবাদীর বাপ বাকরুদ্ধ!
সম্পর্ক হতো সহযোগীতার ক্ষেত্র অথচ স্বার্থ আদায় মূল লক্ষ্য!
রক্তের টানে আত্নীয় আসতো অথচ আসে অর্থের ঘ্রাণে!


শিক্ষকরা শেখাতো চরিত্র গঠন অথচ তাদেরই নেই চরিত্র!
গুরু দিত দীক্ষা আজ গুরু কেড়ে নেয় সম্ভ্রম!
হেডমাস্টার চুপসে থাকে অথচ কমিটির প্রধান হয় বখে যাওয়া ছাত্র!
ছাত্র করবে ভালো ফল অথচ সে করে হত্যার রাজনীতি!
সুশিক্ষা মূল লক্ষ্য অথচ মোটা মাইনে পাওয়াটাই মুখ্য!
বড়রা করবে ছোটরা শিখবে অথচ ছোটরা করে বড়রা খায়!


গণন্ত্রত হলো মূল ভিত্তি অথচ একনায়কতন্ত্রের প্রসার সর্বত্র!
মুক্তিযোদ্ধা রাজপথে প্যাডেল টেনে হয়রান আর রাজাকার ঝাড়ে সংসদে দেশপ্রমের বুলী!
মুক্তিযোদ্ধার সন্তান দিনমজুর অথচ রাজাকারপুত্র শিল্পপতি!


নেতা হবে আদর্শতম অথচ নেতা হয় জঘণ্যতম!
রাজনীতি করবে আদর্শবান নেতা অথচ রাজনীতি করে অসাধু ব্যবসায়ী!
সততা হতো মুনাফার উৎস অথচ ঠগবাজী মুনাফার উৎস!
ব্যবসায়ী হবে বণিক অথচ ব্যবসায়ী হয় মজুতদার!
ব্যবসা করবে ব্যবসায়ী অথচ ডাক্তার করে ব্যবসা!
চিকিৎসকেরা দেবে সুরক্ষার নির্দেশনা অথচ নির্দেশনা দেয় সাহিত্যের ছাত্র!


কঠোরতা হলরব্যক্তিত্ব অথচ শান্তভাষী দুর্বল!
ভেতরের সৌন্দর্য্য আকর্ষণ করে না করে বাইরের চাকচিক্য!
যোগ্যতা হত মূলমন্ত্র অথচ বাকপটুতা এখন মূলমন্ত্র!
কর্মদক্ষতা হতো মূল চাবিকাঠি অথচ তোষামোদী সবচেয়ে কার্যকর!


পুলিশ হবে রক্ষাকর্তা অথচ সে হয় ভক্ষক!
সুবিচার হলো ওকালতী অথচ অবিচার এখন ওকালতী!
বিচারক হতো ন্যায়পরায়ন অথচ সে হয় দুর্নীতিপরায়ন!


সত্য হবে আচরী ধর্ম অথচ লৌকিকতা এখন পরম ধর্ম!
শুদ্ধাচার হবে ধর্মচর্চা অথচ সমালোচনা এখন ধর্মচর্চা!
দলাদলী হবে রাজনীতি নিয়ে অথচ দলাদলী হয় ধর্মে!
অহিংসা পরম ধর্ম মত অথচ সহিংসতা নাকি পুণ্যকর্ম!


অবাঞ্চিতরা ঘোষিত হতো মানবতাবিরোধীতা অথচ তারাই এযুগে রাষ্ট্রনায়ক!
জনগণ দিবে ভোট অথচ আজকাল মেশিন দেয় ভোট!


বই হতো জ্ঞানের উৎস অথচ ভিডিও এখন জ্ঞানের আধার!
নাটক- সিনেমা আজ সাহিত্যিক বানায় না, বানায় যৌন গল্পের লেখক!
সত্য প্রচারে নির্ভীক আজ মিথ্যে প্রচারে ব্যস্ত!


কণ্ঠে সুমধুর সঙ্গীত বের হয় না, হয় এখন যন্ত্রে!
প্রসাধনী সৌন্দর্য্য বাড়ায় না, করে ভেতর থেকে নষ্ট!


কলমের জোর তরবারিও অধিক অথচ কলমের নেই জোর!
মিথ্যের ছোবলে আক্রান্ত সত্য, নেই তার কোন খোঁজ!