হেমন্তের মাঠের পানে তাকায়ে একবার
ফের তাকাল সে আকাশের পানে
কী এমন ছিল সেথা
হৃদয়ে জাগিল সাধ আকাশে উড়িবার!
সাধ্য কতটুকু ছিল তার আকাশ জয়ের
জানি না আমি তাহা, সেও জানে না
তবুও ডানা ঝাপটানো থাকেনি থেমে
একে একে সব পালক পড়েছে খসে
বাতাস নিয়েছে উড়ায়ে ঝরাপালক
পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরে
কিছু তার রয়েছে ঝুলে কাঁটাবনে পাতার মত
সুরম্য প্রাসাদ দেখেনি তাহা,
খিড়কির ফাঁকগলে ঢুকেনি কোনও গৃহে!
রোদে পোড়া গন্ধ এক আধটুকু
ছড়ায়েছে বাতাসে বাতাসে;
সাধের বিন্ধু কণা ঝরেছে টুপটাপ
মাঠে মাঠে মরা ঘাসে ঘাসে
ঘাসও নিয়েছে মেখে তার বুকে!
শরীরের শেষ সাদা কষটুকু
পড়েছে ঝরে সাগরের নোনাজলে
রাতের আকাশ কেবল দেখেছে
মিটমিটে চোখে
সাগরের বুকে জ্বলে আলেয়ার আলো
আকাশ জয়ের সাধ মিটেছে কী আহা!