একবার হয়েছিল দেখা বিজয়ের মাঠে
তারপর কে কোথায় গিয়েছে হারায়ে...!


মৌলিক চেতনার বেড়াজাল ছিঁড়ে
যে যার মতন করে গড়ে নিয়েছে ঠাঁই।


কত তাজা প্রাণ ঝরে ছিল
কত রক্ত গঙ্গা বয়েছিল বাঙলার বুকে
কত মা বোনেরা হারায়েছে সম্ভ্রম
এ বিজয় অর্জনে তার হিসেব আছে কি
জানা তোমার আমার  
জানার সাধ জাগে না-কি?


যে বিজয় দিয়েছে গড়ে একটা জাতিস্বত্বার
সে বিজয় আমাদের অহংকার!


চাঁদের বুকে যে কলঙ্কের ছায়া দেখা যায় তেমনি
এ অহংকারেও কলঙ্কের দাগ দেখা যায় না-কি?


৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় মিছিলে
রইসা রাজাকারের হাতে বেওনেটে ঝোলানো
স্বাধীনতার পতাকা দেখে চিৎকার দিয়ে উঠেছিলাম
তুই এখানে...?!
নির্বিকার উত্তর- '১৬ ডিসেম্বরের আগে
রাজাকার দল ছেড়ে ঢুকে পরি মুক্তিবাহিনীতে;
আমাকে মাফ করে দে ভাই'!
গাঁয়ের গরীব ছেলে বিবেচনায় তাকে ছেড়ে দিয়ে ছিলাম।


আমার গাঁয়ের মামা আবদুল হামিদ খাঁ
বীরপ্রতিক খেতাব ভুষিত মুক্তিযোদ্ধা
বছর কয়েক হলো পৃথিবী থেকে নিয়েছেন বিদায়;
তাঁর আত্মার মাগফিরাত কামনা করি!
রজাকার রইসা এখন গাঁয়ের মোড়ল।


আমাদের ভুল, আমাদের লজ্জা!!!