তুমি কেন হেথা? শুধাই সাহস করে।
কোন কারণে আমায় নিলে কোলে তুলে?
‘ সখীগণ সাথে নিত্য আসি সরোবরে।


উষাকালে জলকেলি শেষে যাই চলে
পথে দেখি যুবকের দেহ অচেতন
জীবিত না মৃত ভেবে নেই তুলে কোলে।


বেদনায় টনটন করে নারী মন
এটা কোনো অপরাধ নহে হে যুবক,
বেশ খুশি আমি দেখে ফিরিছে চেতন’!


লাজেতে নত আনন ধিক ধিক ধিক!
পাইনি পরশ কভু কোনো রমণীর
হে পরমা, ক্ষম মোরে আমি যে মূরখ!


‘ভাব নাকো মিছামিছি নাহি কোনো ডর
পাখনায় দিয়ে ভর আসিব আবার’।