বুকের জমিনে করি গোলাপের চাষ
স্বপ্ন আঁকি- ফুটলে গোলাপ কলি
একটা ফুল নিয়ে বুক পকেটে
খুঁজে বেড়াব অনিন্দ্য মুখ
তুলে দিতে তার হাতে!
অন্য সব ফুল গুলো তোড়া বেঁধে
রেখে আসব অমর একুশের শহীদমিনারের বেদীতে!


আহা! বিষাক্ত বাতাসে ঝড়ে গেছে সব কলি
বাঁকা কাঁটা গুলো হা করে রয়েছ ডালে;
রাতের গহীনে কাঁটারা বিঁধে বুকের ভেতরে
অবিরাম করে রক্ত ক্ষরণ...


কতোটা যন্ত্রণা কুড়েকুড়ে খায় বুঝো না কী তুমি!


ছটফট করি রাতভর
আ মরি ও আমার বাঙলা ভাষা!