মাটির হাঁড়িতে চাপা দেয়া বাঁশের কোঁড়ের মত
বুকের জমিনে হলুদ ঘাসের করে যাই চাষ;
একটু বিমল বাতাস আর এক মুঠো আলোর
প্রয়োজন অনুভব করে নিয়ে তাকাই আকাশপানে...


শুনি আকাশ থেকে আসা গম্ভীর হুঙ্কার-
হে নর, বলো কতোটা সবুজ বৃক্ষের বীজ করেছ বপন...?