ঈদের খুশী সে কী তোমার একার
ওহে রোজাদার,
ভাগাভাগি করে নাও, বিলাও ফিতরা ,
জাকাত করেছ কী আদায়!
ওহে বিত্তবান তোমার উপর
বিত্তহীনের অধিকার পাওনা
আগে করে নাও পরিশোধ
তা না হলে হবেনা পূর্ণ এবাদত।
ইসলাম সাম্যে বিশ্বাসী
অহমের নাই ঠাঁই
অসহায় অচল দরিদ্র মানুষকে
টেনে নাও বুকে
নারী-পুরুষ শিশু বৃদ্ধ নয় ভেদাভেদ
ভুলে যাও হিংসা বিদ্বেষ;
করো শুদ্ধ জীবন যাপন
এটাই ইসলাম ধর্মের মূল নীতি।
ভেবনা শুধু ব্যাক্তি পর্যায় ধর্ম পালন,
হবে মহা ভুল ; সমাজ ব্যবস্থা,
রাষ্ট্রের উপর অনেক দায়
এড়ানোর নাই কোনও উপায়!