এইখানে পড়ে আছে অগণিত জীবন্ত কঙ্কাল
মাটির পৃথিবীর উপর অধিক উলঙ্গ তার;
ক্ষুদার্ত বেয়াব্রুজীব দেখতে লজ্জা কার???
স্রষ্টা, নৃপতি, ধনবানমানবগুষ্ঠি কার কাছে
এইসব জীবের অধিকার?
কাগুজে সংবিধান কি এর সমাধান?
চমৎকার! চমৎকার!! চমৎকার!!!
ঘৃণা হয় নিজের প্রতি লভিয়া মানবজনম!
তোমাদের প্রতি কোনো ক্ষোভ নেই
ক্ষোভ দেখানো মানে গজবে নিপতিত হওয়া!
অনেক প্রশ্নের মুখে নিজেকে ঠেলে দেওয়া-
জীবের অধিকার থেকে কে বঞ্চিত করে জীবকে
স্রষ্টা, অন্য কোনো মানুষ,না প্রাণী নিজেই???
একজন নৃবিজ্ঞানীর কাছে জানতে চাইতেই পারি-
এতো এতো জীবন্ত নর কঙ্কাল পরে আছে মাটির উপর
তবু কেন কোটি কোটি ডলার ব্যয় করে
হাজার হাজার বছরের পুরানো মানব কঙ্কাল
খুঁজেফিরো মাটি খুঁড়ে খুঁড়ে; সে কি তোমার
কৃতিত্ব, যশ, খ্যাতি বা অন্য কিছুর তাড়নায়?
ভুলে যেও না তুমিও যে মানুষ...