আকাশটা ছিল বেশ ঘন নীল
ঝলমলে রোদ বা বৃষ্টির সম্ভাবনা হীন
ধূসর ধুলো উড়িয়ে মেরুন রঙের ঘোড়া
ক্লান্ত পায় ছুটছে প্রান্তিকের দিকে
ক্ষুরের শব্দ বাতাসে মিলিয়ে যেতে না যেতেই
বাজ পাখি তার বিশাল পাখনা মেলে দিলো
লজ্জাবতীলতা তার পাতা গুটিয়ে নিলো তড়িত
পাখপাখালিরা তাড়সস্বরে ছুটছে নিরাপদ
আশ্রয়ের সন্ধানে
ঝোপের ভেতর থেকে হুতোম প্যাঁচাটা
ডেকে উঠলো খরখরে গলায়
জয়তীর হাতটা ধরাছিল মুঠোয়ে
ভীষণ কাঁপছে
বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বললাম ভয় পেয়ো না
দুনিয়ামে অ্যায়ছা খেল খেলতে রহেগা
যবতক কেয়ামত নেহি আয়া