চৈতের খর তাপদাহে অনেকটা পথ হেঁটে
ক্লান্তি বিনাশের প্রয়োজনে বটের ছায়ায় পাতা
চেরাবাঁশের মাচাঙে পুটলি মাথার নীচে রেখে চিত
একটু ঝিমুনী আসতেই লাল বটফল চোখে ভাসে
বটগাছ থেকে ভরদুপুরে পেত্নীটা নেমে সরু নখ
মাথার খুলির ভেতর ঢুকিয়ে নিউরনে
টিউনিংফরক এর মতন ঠকাস
হাজার তারের বীণার ঝঙ্কার বেজে ওঠে
চোখে সরষেফুলের মেলা বসে
নিউটনের গতিসূত্র পথ হারায়
সরষের বীজদানা আর বটবীজদানা নিয়ে
মাইক্রো আর ম্যাক্রো ভাবনায় ডুবমারি...


কালা কাউয়াটা তারস্বরে বলে গেল-
'এখনতো ফেরার সময় ঘুমোবার নয়'
অবনী তখন কালো চাদরের নীচে
বাঁকা চাঁদ আর একটু বাঁকিয়ে ঠোঁট
আকাশে দুলছে, আমি বসে আছি
বসে থাকছি খেয়ার অপেক্ষায়...