হে জগতপতি কী বিচিত্র রূপে সাজায়েছ তব এ জগতখানি ;
তুমি মহাজ্ঞানী, মহা বিস্ময় , মহা বিজ্ঞানী ,
পরম করুণাময় , সুন্দরম, কৃপাকারী ,
তুমি মহান পবিত্রতম সত্তা , পবিত্রতম সকল প্রশংসার অধিকারী !
মহাজগতের সবকিছু বেঁধছ বিনাসুতায়
কেবলি পম্পর কি এক মহা মায়ায় ;
কোন কিছু একতিল নাহি নড়ে তববিনা অনুমোদনে ,
চলিতেছে জগতের সবকিছু তব মহান বিধানে !
মানুষ আমি মানিনা তোমার বিধান ,
মানুষের জন্য মানুষ এখন রচে নতুন সংবিধান ;
মগজে মননে ধীমান ধীরাজ মানুষ আমি হে শ্রেষ্ঠতম
আকাশে পাতালে উড়িয়া ফোঁড়িয়া বেড়াই কি কম !
ধৃষ্টতা কত বেড়েছে আজি মানুষের রবের আদেশ করিতে লঙ্ঘন !
হার মেনেছ ইবলিস মানুষের কাছে , মানুষ এখন মহা শয়তান !
হে মহান ক্ষমাশীল প্রভু গাফুরুররাহীম ইয়া গাফফার
ধ্বংস হয়ে যাচ্ছি মোরা ক্ষমা কর হে প্রভু মোদের !
তোমার পবিত্র নাম উচ্চারণ করে মানুষ মানুষকে করে কতল
তোমার শান্তির ধর্ম প্রতিষ্ঠায় ওরা আজ উন্মাতাল;
ফিরাও বিপথগামীদের দিশা দাও ওদের সঠিক পথের
মানুষ ফিরেপাক শান্তি ফেলুক নিঃশ্বাস একটু স্বস্থির!!