আমরা বিলাসী অনশন করি নাই
ভুখামিছিল-ও না
দেশ ও জাতির সম্মানের কথা ভেবে
চুপচাপ বসে থাকি পাঁচতারা হোটেলের
পাঁচিলের আড়ালে
মেহমানদের উচ্ছিষ্ট, আমাদের আহার্যের প্রতীক্ষায়
বেওয়ারিশকুত্তা, কাক এবং আমি;
আমাদের বর্ণ, শ্রেনি, জাতি ভেদ নাই
হিংসা বিদ্বেষ নাই, কাড়াকাড়ি নাই
মিলেমিশে ভাগাভাগি করে খাই
উচ্ছিষ্ট যেইটুকু পাই;
চমৎকার জীবন কাটাই!


ছালারচট জড়িয়ে তন্দ্রামগ্ন হলে
মাছি সব দল বেঁধে বসে গালে
পিলপিল করে হাঁটে আর চাটে
প্রিয়ার আদরের উষ্ণতা অনুভূত হয়!


নগর প্রহরী ডাণ্ডা নিয়ে তাড়া করে
মাঘীপূর্ণিমা চাঁদ হাসে হি হি হি করে!