হিম শীতের খোলস থেকে মুক্ত প্রাণ
পৃথিবী আজ ফাগুন আবীরে রঙিন!
বহিছে ধীরে দখিনা সমীরণ
পাখিরা কণ্ঠে ধরেছে সুমধুর গান!
গাছের যে সব শাখা ঝরায়েছে হলুদ পাতা
সেখানে আজ দেখা যায় নব কিশলয়।
ঘুমন্ত কুঁড়িরা ওঠিছে জেগে নতুন স্বপ্নে,
ধরেছে মেলে সুবাসিত রঙিন পাপড়িদল;
পরাগায়নে ব্যাকুল নীল ভোমরা উচ্ছ্বসিত
গুঞ্জরণে গুঞ্জরণে মোহিত চরাচর!
পাখিদের ঠোঁটে ঠোঁটে সোনালী খড়।
নির্জন দুপুরে ঘুঘু ডেকে যায় অবিরাম
প্রাণ করে আনচান আনচান।
কোকিলারে কহিলাম শুনাও তোমার
সুমধুর গান, হাসিয়া কহিল-
‘লোকে ডাকে মোরে কুহকিনী বলে
তুমি শুনতে চাও গান; বড় বিস্ময়’!
কহিলাম তারে- কুহকিনী, তোমার মোহন
সুরে সুরে আবেশিত হয়ে গ্রীক পুরাণের
নাবিকের মত হারিয়ে যেতে চাই অনন্ত অজানায়!