কোনো এক চৈত্রের নির্জন দুপুরে
সাথীহারা ঘুঘুর যন্ত্রণা নিয়ে বুকে
ফিরে যেতে হবে নিশ্চুপে তোমাকে ;
সকল বাসনা বিসর্জন দিয়ে !
কেহ থাকিবেনা পাশে , কেহ ডাকিবেনা পিছু ,
কেহ বলিবেনা পুরোনো কোনোও কথা ;
তোমাকে ফিরে যেতে হবে শুধু একা !
শাদা মরালের মত জলকেলি শেষে
যেমনি ফিরে যায় দু’টো ডানা মেলে
কোনোও অজানা অনন্তের পথে
কুয়াশার আবরণ ভেদ করে
তোমাকেও যেতে হবে ফিরে তেমনি করে !
কোনো প্রেম নয় , কোনো ভালোবাসা নয় ,
শুধু কোনো এক নিঃসীম আঁধার ছুঁয়ে  
নিবিড় নিশ্চুপে সব কিছু ফেলে দিয়ে গহীন অতলে
রেখে যাবে কোনো এক অনন্ত অভীপ্সা !