১৫ই আগস্ট উনিশপচাত্তর
বাঙালী জাতির কলঙ্ক ;
ভয়াবহ এক নিষ্ঠুর ইতিহাস !
হৃদয়ে অবিরাম রক্তক্ষরণ
ক্যাবিক ভাষারা মৃত
চিতার আগুনের মতন
জ্বলছে ক্ষোভ আর ক্ষোভ !
যারা জাতির পিতাকে হত্যা করেছে
স্বজন স্বপরিবারে নৃশংস ভাবে;
এর কুশীলব যারা ওরা জারজ সন্তান
আমরা ওদের ইতিহাসের ভাগাড়ে নিক্ষেপ করি ,
প্রজন্মের পর প্রজন্ম ওদের ললাটে
প্রচন্ড ঘৃণাভরে থু থু ছিটাবে,
মরণের পর নরক গিলে নিবে !
হে আমার স্বাধীনতা ,
বঙ্গ জননী মাতা
অধোবদনে ঘিরিয়া তোমায় রোদন করি
পিতৃ হত্যার লজ্জায় মরি !!
হে মহান নেতা , তুমি অমর
জাগ্রত বাঙালীর চেতনায় ;
শ্রদ্ধাভরে স্মরণ করবে তোমায়
যতদিন থাকবে বাঙলার মাটি ও মানূষ !