আশ্চর্য সুন্দর রূপ নিয়ে তুমি
দাঁড়িয়ে এখনো কোনো ছায়ালোকে
দুই যুগ , দুইশ বছর কিংবা দু’হাজার
বছরের সেই তুমি অবিষন্ন অমলিন !


কত পাহাড় হয়েছে ক্ষয় , কত নদী হারায়েছে পথ ,
বালিয়াড়ির তলায় কত সভ্যতা পেয়েছে লয় !
তিমির আঁধার ভেদি’ কার্তিকের ক্ষীণ চাঁদ
ঝুলে আছে মরা বাঁশ বনের মাথায় !
বিপন্ন সময় কেবল বিস্ময়ে চেয়ে থাকে
তোমার মুখের পানে ;- সেই অজস্র পুরোনো তুমি
যেমনটি ছিলে আশ্চর্য সুন্দর রূপ নিয়ে
দুই যুগ , দুইশ বছর কিংবা দুই হাজার বছর আগে !


সাগর ফেনার বুকে সময়ের পা ফেলে
ওরা সব চলে যায় , মুছে যায় ছাপ
ক্যাবল তোমার রূপখানি নিয়ে
থেকে যাও তুমি অক্ষয় অনড় !


রাশি রাশি শিলা জ্যামিতিক রেখায় সাজায়
কোনো এক যুবা স্বপ্নের দেউটি জ্বেলে
বিজন বেলাভূমে মৌন মগ্নতায় ;
কোথাও নেই কোনও ভাঙনের গান,
মৌন উচ্ছ্বাসে ভোরের সূর্য ভেঙে পড়ে
সবুজ পাতায় ,ঘাসের ডগায়;
গানের পাখিরা সব পাখা মেলে দেয়
নির্মেঘ আকাশে সবুজ বাতাসে ,
অমিত সৌন্দর্য লয়ে সময় এর ওপারে
ক্যাবল দাঁড়ায়ে থাক তুমি দেউলের গায় !