নরকের মত গভীর অন্ধকার
এবং এখানে আমি বেশ একা
শীতের মৌসুমে সাপেরা যেমন
গর্তের ভেতর কুন্ডলী পাকিয়ে থাকে
ঠিক তেমনি আমি বেশ একা
এখানে আলোর কোনো প্রয়োজন নেই
যেমন থাকেনা বাদুরের গুহায়
কিংবা দৃষ্টিহীন মানুষের !
তবুও মানুষ আমি
তাই কিছু আকুতি থেকে যায় !
থেকে যায় কী ?
পেঁচার মতন বাঁচিবার সাধ কার এতো !
অনন্ত অন্ধকারে অনন্ত নদীর মত
এই জীবন পথ চলা ………