হেমন্তের শেষে ন্যাড়া মাঠ জুড়ে
ঘাসে ঘাসে মাটির নিশ্বাসে
মিশে থাকা আমার নিঃশব্দ কান্না
তেজী ঘোড়ার পায়ের খুরে উড়ে যায়
সময় নেই ফিরে তাকানোর ;
কে বা কার জন্য ফিরে তাকাবে ?
থেমে থাকেনা কিছু
বেনোজলে ভেসে যায় সব ;
ভেঙে যায় নদীর তীর
মানুষ কিংবা জীবের আবাস
সময় হয় না নদীর ফিরে তাকানোর
কতটা গৃহ ডুবেছে , ডুবেছে বৃক্ষ কত ?
হিমালয়ের গা জুড়ে বরফের চাই
ধব ধবে শাদা ,
সরোবরে নীল জল মনোহর
কী অদ্ভুত সুন্দর ,
বেগে ছোটে গঙ্গা যমুনার বুক চিড়ে
ভেঙ্গে চুরে সব কিছু
তারপর হয়ে যায় লোনা জল
অফুরান লোনা জল !