বহুকাল পরে রমণী এক বিস্ময়ের ঘোরে
আমার রক্তের ভেতর খ্যালা করে গ্যাল
দিয়ে গ্যাল তার সবটুকু ওম
শ্বেত কপোতীর মত
কপোতের ঠোঁটে রেখে তার জোড়া ঠোঁট
যেমনি দিয়ে যায় স্বর্গের ওম ,
তার দু’হাতের রেহেলে রেখে
পবিত্র গ্রন্থের মত
গভীর তন্ময়তায় পড়ে গ্যাল
আমার মুখ ;
বুনে গ্যাল চোখের ভেতর
যোগিনীর মত এক গভীর ধ্যানে
জাম ফলের মতন পুষ্ট
এক গভীরতর মমতার বীজ !


বহুকাল পরে জীবনের এ অধ্যায়টুকু
বেশ রমণীয় ,
সরস গল্পের মত মোহময় !
জীবন যদিও গল্প নয়  ;
জীবন তবুও গল্পেরই মত
হাজার বিস্ময়ের আধার !