ভাদ্রের তারা ভরা একটা রাত দাও আমায় ;
স্বর্গের সুখ ভরা হাজারটা রাত দেব তোমায় !
বৃষ্টি ভেজা একটা কদমফুল দাও আমায় ;
বিনিময়ে বসরার হাজার গোলাপ দেব তোমায় !
নিঝুম ভোরে দোয়েলের একটা শিশ শোনাও আমায় ;
নিশুতি নিশীথে হাজার বীণার সুর শোনাব তোমায় !
শাপলা-শালুক ভরা সবুজ ছায়া ঘেরা একটা দেশ দাও আমায় ;
বিনিময়ে হাজারটা পৃথিবী দেব তোমায় !


এমন একটা বাঙলা দিতে পারবে কী আমায়
যেখানে রবি-নজরুল-সুকান্ত-জীবনানন্দ জন্ম নেয়
মুজিবের এই বাঙলা আমার সোনার বাঙলা !
হায়রে বাঙলা আমার সোনার বাঙলা !
এখানে মুজিব কী বার বার জন্ম নেয় ?
মুজিব তো এক মুজিব , শেখ মুজিব ;
পৃথিবীতে মুজিব তো দ্বিতীয় নয়
এনে দিতে পারবে কী আর একটা মুজিব
এই সবুজ শ্যামল সোনার বাঙলায়
রক্তমাখা স্বপ্নের স্বাধীন সোনার বাঙলায় !