এক)
কেন ওরা এমন ভাষায় কথা বলে
তিনশ বছর তিরিশ বছর আগের ভাষায় ?


খোলা আকাশের এই এক মুঠো মাটি
কেন ওরা ফেলে দিতে চায় আঁধার নরকে ?
গর্ত থেকে বেড় হয়ে এসে ভুলে গেছে সব ;
প্রজ্বলিত আগুনে পোড়ার ভয় নেই কি ওদের ?


এতোটা সাহস কি করে হয় ওদের
তিরিশ বছরে আমাকে এতোটা বৃদ্ধ ভাবার ?


ভুল ভেবনাকো শেয়ালেরদল –
সহনশীলতা মানে দুর্বলতা নয় ,
গণতন্ত্র মানে বলগাহীনতা নয় ।
সাবধান করে দিচ্ছি –
আমার হাতের কব্জিটা এখনো
তিরিশ বছর আগের মতন শক্তিময় !


দুই)
যৈবতীকন্যার আর কোনো কষ্ট নেই
চল্লিশ বছরধরে বিমর্ষ বদনখানি তার
পূণ্যতায় ধুয়েমুছে হয়েছে কান্তিময়
অনিন্দিতা আমার স্বাধীনতা ;
দাম্ভিকদানব ঝুলছে ফাঁসিতে
আম্রকাননে মহা বিস্ময় !
আমাদের কলঙ্ক মুছে গেছে অনেকটা
কালোমেঘের বুরুজ ভেঙে
রক্তিম সূর্য দেখা দিয়েছে
সবুজ অরণ্য মাঝে ,
একাত্তর এর মাজা ভাঙা মানুষেরা
আজ আর বৃদ্ধ নয়
নেই কোনো ক্ষত দেহে তাঁর
পালিশ করা জীবন
“ আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি “ !