তালগাছে দোলে পাকা পাকা তাল
দেখে গোপাল বাবু হয় বেসামাল।
তরতরিয়ে বেয়ে উঠে গাছের মাথায়
এমন সময় বেগে ঝড় শুরু হয়।
বাতাসের বেগে গাছ ওঠে হেলে দুলে
চমকে চমকে ওঠে দিশাহীন পিলে।
ভয় পেয়ে গোপালের আত্মা খাঁচারাম
কেঁদে কেঁদে মুখে জপে হরি হরি নাম।
নামিতে দাওগো দেবী হে! মা মহাকালি
নেমে তোমার নামেতে দেব মোষ বলি।
দেবীর কৃপায় বায়ু বেগ কমে যায়
আধেক নামিতে বুকে বল ফিরে পায়।
মহিষ কেনার টাকা নাই হে! মা কালি
মোটাতাজা ষাঁড় কিনে দেব ঠিক বলি।
আরও কিছুটা নেমে হায় হায় বলে
কি দিয়ে কিনিব ষাঁড় টাকা শুন্য থলে!
বাকীটুকু নামিয়ে দে হে! মা মহাকালি
তোর নামে দেবো ঠিক ঠিক পাঁঠা বলি।
গাছের নীচেতে নেমে বুকে বল পায়
খিলখিল হেসে হেসে খুশি মনে কয়।
মা কালি তুমি যেমন দেখিয়েছ ভয়
মিথ্যে লোভ দেখিয়েছি আমিও তোমায়।
বিবেকে বাঁধে ঠকাই দেবীকে কী করে
তোমায় প্রণাম করি হাত জোড় করে!