মায়ের আঁচলে সন্তানের রক্তের ছাপ উজ্জ্বল নক্ষত্র সম
উড়ছে দক্ষিণা হাওয়ায় পতপত করে!


চোখের পানি মুছে নে মাগো
দেখরে তাকায়ে বেদীমূল ভরে গেছে
রক্তরাঙা গোলাপে গোলাপে!


মাগো তোর এক ফোঁটা চোখের নীরে লিখছে কবি
কাব্য-গাথা, মমতা মাখা গানের কলি কতো শতশত।


আমার ভাইয়ের রক্তে ভেজা পূণ্য ভূমি
এখানে দাঁড়াস নে আর কোনো কালা কাউয়া
বাওয়ান্ন আর একাত্তুরকে স্মরণে রাখিস!