আমার দুটি চোখেরতারা আকাশে নিবদ্ধ
এক টুকরো মেঘের অন্বেষায়
শরীরে যাহার হেমন্তের শিশির মাখা
এক ঝাঁক শাদা রাজহংসীর নরম পালক
অবারিত নীলিমার ছোঁয়ায় নীলাভ ;
আদি অন্ত শব্দের শরীর জুড়ে
সতত যে ভাসে অনন্তে
অনন্তর যে ভাসে অনন্তে !
এমনি একটুকরো মেঘের নেশায়
সোনালী ফসলের স্বপ্নীল ক্ষেত ছেঁড়ে
নির্বোধ চেতনা আমার দিগন্তহীন
কালস্রোতের দূরপাল্লায় সমর্পিত !
হে নারী এসো , শুদ্ধ চেতনা নিয়ে এসো –
অমল শব্দের শরীরে শব্দ গাঁথিয়া
এমনি একটুকরো মেঘ সৃষ্টিতে ব্রত হই
নষ্ট সময়ের বুক থেকে যে পারে
আনিতে বহিয়া অপার শান্তির পারাবত
দুঃসময়ে দগ্ধীভূত আমাদের পৃথিবীতে !