তুমি এসো, তোমাকে আসতে করিনি বারণ
শুধু মিনতি রাখছি- ছোট্ট শিশুটির বুকে কফ
জমিয়ে মাতৃক্রোড় শূন্য করে দিও না;
যে বুড়ী মা হাড়ের কাঁপুনি ঠেকাতে
কাঁথার নীচে মালসায় তুষের আগুন নিয়েছেন
দয়াকরে তাকে পুড়িয়ে মেরো না!


তুমি আসবে এসো, আসতে বারণ করি না তবে
বাতাসকে ভারী করে দিও না! নগর থেকে গ্রামে
শ্রমজীবী মানুষের ভীষণ কষ্ট হয় নিঃশ্বাস নিতে,
ওদের কথা একটু ভাবনায় রেখো!


আমরা এখন আর নলেনগুড় মাখানো ভাপাপিঠার
ঘ্রাণের কথা নিয়ে ভাববার সময় পাই না, ভাবিও না;
আমাদের জীবনের অস্তিত্বে কাঁপন ধরেছে
থাকতে দাও আর কিছুটা সময় এ ধরায়!