সুচেতনা , তুমি কী শুনিতে পাও
আমার চিৎকার আমার ক্রন্দন
ডাহুকের মত গভীর নিশীথে
আমি ডেকে যাচ্ছি অবিরাম,
তুমি কী বধির কিংবা ঘুমাও অঘোরে ?
এতো ঘুম তোমার এতো বধিরতা
নাকের অনুভূতি সেও কী পেয়েছে লয়
এতো বারুদের গন্ধ কত গুলির শব্দ
কোনও কিছুই কী ভাঙ্গতে পারেনা
তোমার গভীর ঘুম ?
সুচেতনা , তুমি কী মৃত
নাকি নাক কান চোখ বুজে পড়ে আছ
মৃতের ভান ধরে ?
সুচেতনা , সময়ের সীমান্তে আমরা ,
সারাটা পৃথিবী কাঁপতেছে অসুরের প্রতাপে;
জেগে ওঠো সুচেতনা জেগে ওঠো !!!