হাজার বছর পরে মাটি খুঁড়ে একদিন
দেখবে এইখানে রয়েছে কোনোও এক
কিশোরীর নরম পায়ের ছাপ
হিজল ফুলের ফসিলের’পর
এক কোণে পড়ে আছে জড়সড়
বকুল ফুলের মালাখানি
শঙ্খচুর স্তুপের পাশে
আহা! ছিল কতো স্বপনের আয়োজন
কিশোরীর রাঙামনে!
কোনোদিন খোঁজো নাই যারে
হাজার বছর পরে খুঁজে পাবে
স্বপনের ফসিলে ফসিলে তারে!