ভূপৃষ্টের উষ্ণতা বেড়ে গেলে পাহাড়ের চূড়া
থেকে হিমশৈল ধ্বসে পড়ে
সাগর মহা সাগরের বুকটা একটু স্ফীত হয় এই যা!


শরীরের তাপ বেড়ে গেলে বৈদ্যীবাবু বলে
এমন কিছু নয়, ভাইরাসজনিত জ্বর
দুটো বড়ি দিলুম সকাল-বিকাল গিলে নিস
জ্বরের ভুত বাপবাপ বলে পালাবে!


হৃদয় যখন আবেগে দুলতে দুলতে
তাপ বাড়িয়ে ফেলে তখন তাকে কি বলে
জানো নাকি মানসী-
‘ওটা প্রেম রোগ আমারও হয়’
চলো হাতে হাত রেখে ঘর বেঁধে
এই ব্যামো থেকে মুক্তি নেই;
‘তোর রোজগার কতো?’


চলে যাবে দুজনার খুপরি ঘরের শীতল মাটিতে;
'ভাগ শালা ফকির খুঁজে নে খাঁ-খাঁ সবুজ উদ্যান!'