রাত দুপুরে কে জেগে রয়?
কে পড়ে রয় মোবাইলে?
কে পড়ে রে বদনবইয়ে?
বার্তা পাঠায় মেসেঞ্জারে।
টেলিগ্রামে কুইজ বানায়
দাবা খেলে চেজ ওয়েবে।
হোয়াটসঅ্যাপে প্রেমিক যুগল
মিনমিনিয়ে কী বলে?
কী করে রে স্ন্যাপচ্যাটে?
কী দেখে রে টিকটকে?
কেমন করে গেম খেলে?
শত্রুনাশে ক্লিক করে!
কী দেখে রে ইউটিউবে?
কী করে রে টুইটারে?
কী করে রে সিফাতে?
ঘুমানোর আগে কবিতা পড়ে।
তার পূর্বে মোবাইল টিপে
তার পূর্বে মোবাইল দেখে
তার আগে সে বলতে থাকে
পড়তে হবে! পড়তে হবে!
পড়ছে সে ভাই কল্পনাতে,
মোবাইল টিপে রাত-বিরাতে।