এখন আর কোনো অস্বাভাবিকতা,
আমাকে বিস্মিত করেনা।
এখন আর কোনো সৌন্দর্য্য,
আমাকে বিমোহিত করেনা।


এখন আর কোনো প্রশান্তিতে,
আমি সুখী হইনা।
কোনো বিস্ফোরণ
আমাকে আলোড়িত করেনা।


অথচ এখনো আমি-
প্রতিটি শ্বাস-প্রশ্বাসের শব্দ পাচ্ছি।
অথচ এখনো আমি-
মস্তিষ্ক বিকৃতির ভয় করছি।


অথচ এখনো আমি,
বারমুডার কালো পানিতে ডুবছি।
অথচ এখনো আমি,
ভাজহীন আকাশে দৃষ্টি ঘোরাচ্ছি।


তবে কি আমি বুদ্ধিলোপ পেয়েছি?
তবে কি আমি কোনো ঘোরের মধ্যে আছি?
অবশেষে পেয়ে গেলাম আসমানি ওহী
আমি ভ্রমের দুনিয়ায় আছি।